হে মাধবী, দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি-- আঙিনাতে বাহিরিতে মন কেন গেল ঠেকি॥ বাতাসে লুকায়ে থেকে কে যে তোরে গেছে ডেকে, পাতায় পাতায় তোরে পত্র সে যে গেছে লেখি॥ কখন্ দখিন হতে কে দিল দুয়ার ঠেলি, চমকি উঠিল জাগি চামেলি নয়ন মেলি। বকুল পেয়েছে ছাড়া, করবী দিয়েছে সাড়া, শিরীষ শিহরি উঠে দূর হতে কারে দেখি॥
পূর্ববর্তী:
« হে মহাপ্রবল বলী
« হে মহাপ্রবল বলী
পরবর্তী:
হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো »
হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো »
Leave a Reply