একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি-- তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী। কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি॥ যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি॥
পূর্ববর্তী:
« একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
« একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
পরবর্তী:
একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে »
একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে »
Leave a Reply