শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব'লে শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে॥ আম্লকি-ডাল সাজল কাঙাল, খসিয়ে দিল পল্লবজাল, কাশের হাসি হাওয়ায় ভাসি যায় সে চলে॥ সইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা তাই তো আপন রঙ ঘুচালো ঝুম্কোলতা। উত্তরবায় জানায় শাসন, পাতল তপের শুষ্ক আসন, সাজ-খসাবার হায় এই লীলা কার অট্টরোলে॥
পূর্ববর্তী:
« শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা
« শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা
পরবর্তী:
শীতের হাওয়ার লাগল নাচন »
শীতের হাওয়ার লাগল নাচন »
Leave a Reply