আমরা নূতন প্রাণের চর হা হা। আমরা থাকি পথে ঘাটে, নাই আমাদের ঘর হা হা॥ নিয়ে পক্ক পাতার পুঁজি পালাবে শীত, ভাবছ বুঝি গো? ও-সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন হাওয়ার 'পর হা হা॥ তোমায় বাঁধব নূতন ফুলের মালায় বসন্তের এই বন্দীশালায়। জীর্ণ জরার ছদ্মরূপে এড়িয়ে যাবে চুপে চুপে? তোমার সকল ভূষণ ঢাকা আছে, নাই যে অগোচর গো॥
পূর্ববর্তী:
« আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
« আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
পরবর্তী:
আমরা তারেই জানি তারেই জানি সাথের সাথী »
আমরা তারেই জানি তারেই জানি সাথের সাথী »
Leave a Reply