শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোল শীতের বনে এলে যে-- আমার শীতের বনে এলে যে সেই শূন্যক্ষণে॥ তাই গোপনে সাজিয়ে ডালা দুখের সুরে বরণমালা গাঁথি মনে মনে শূন্যক্ষণে॥ দিনের কোলাহলে ঢাকা সে যে রইবে হৃদয়তলে-- আমার বরণমালা রইবে হৃদয়তলে॥ রাতের তারা উঠবে যবে সুরের মালা বদল হবে তখন তোমার সনে মনে মনে॥
পূর্ববর্তী:
« শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল
« শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল
পরবর্তী:
শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা »
শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা »
Leave a Reply