(মরি লো) কার বাঁশি নিশিভোরে বাজিল মোর প্রাণে ফুটে দিগন্তে অরুণকিরণকলিকা ॥ শরতের আলোতে সুন্দর আসে, ধরণীর আঁখি যে শিশিরে ভাসে, হৃদয়কুঞ্জবনে মুঞ্জরিল মধুর শেফালিকা ॥
পূর্ববর্তী:
« কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন
« কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন
পরবর্তী:
কার মিলন চাও বিরহী »
কার মিলন চাও বিরহী »
Leave a Reply