সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে আমার মেঠো ফুলের পাশাপাশি, তখন শুনেছিলেম তারার বাঁশি॥ যখন সকালবেলা খুঁজে দেখি স্বপ্নে-শোনা সে সুর একি আমার মেঠো ফুলের চোখের জলে সুর উঠে ভাসি॥ এ সুর আমি খুঁজেছিলেম রাজার ঘরে, শেষে ধরা দিল ধরার ধূলির 'পরে। এ যে ঘাসের কোলে আলোর ভাষা আকাশ-হতে-ভেসে-আসা-- এ যে মাটির কোলে মানিক-খসা হাসিরাশি॥
পূর্ববর্তী:
« সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
« সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
পরবর্তী:
সারা বরষ দেখি নে »
সারা বরষ দেখি নে »
Leave a Reply