আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা ॥ প্রভাত তারে খুঁজতে যাবে-- ধরার ধূলায় খুঁজে পাবে তৃণে তৃণে শিশিরধারা ॥ দুখের পথে গেল চলে-- নিবল আলো, মরল জ্বলে। রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে, দুঃখ তখন হবে সারা ॥
পূর্ববর্তী:
« আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
« আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
পরবর্তী:
আকাশ, তোমায় কোন্ রূপে মন চিনতে পারে »
আকাশ, তোমায় কোন্ রূপে মন চিনতে পারে »
Leave a Reply