শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে। আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে॥ নীল আকাশের নীরব কথা শিশির-ভেজা ব্যাকুলতা বেজে উঠুক আজি তোমার বীণার তারে তারে॥ শষ্যক্ষেতের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমল জলধারে। যে এসেছে তাহার মুখে দেখ্ রে চেয়ে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হয়ে যা রে॥
পূর্ববর্তী:
« শরত-আলোর কমলবনে
« শরত-আলোর কমলবনে
পরবর্তী:
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি »
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি »
Leave a Reply