নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে, ওগো প্রবাসিনী, স্বপনে তব তাহার বারতা কি পেলে॥ আজি তরঙ্গকলকল্লোলে দক্ষিণসিন্ধুর ক্রন্দনধ্বনি আনে বহিয়া কাহার বিরহ॥ লুপ্ত তারার পথে চলে কাহার সুদূর স্মৃতি নিশীথরাতের রাগিণী বহি। নিদ্রাবিহীন ব্যথিত হৃদয় ব্যর্থ শূন্যে তাকায়ে রহে॥
পূর্ববর্তী:
« নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
« নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
পরবর্তী:
নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা »
নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা »
Leave a Reply