ওই মালতীলতা দোলে পিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে॥ মোর হৃদয়ে লাগে দোলা, ফিরি আপনভোলা-- মোর ভাবনা কোথায় হারা মেঘের মতন যায় চলে॥ জানি নে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী-- কোন্ নিভৃত বাতায়নে। সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে কোন্ বিরহিণীর বাণী তোমারে কী যায় ব'লে॥
পূর্ববর্তী:
« ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা
« ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা
পরবর্তী:
ওই আসে ওই অতি ভৈরব হরষে »
ওই আসে ওই অতি ভৈরব হরষে »
Leave a Reply