চলে ছলোছলো নদীধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায়। ওকে মেঘের ডাকে ডাকল সুদূরে, "আ য় আ য় আয়।' কূলে প্রফুল্ল বকুলবন ওরে করিছে আবাহন-- কোথা দূরে বেণুবন গায়, "আ য় আ য় আয়।'। তীরে তীরে, সখী, ওই-যে উঠে নবীন ধান্য পুলকি। কাশের বনে বনে দুলিছে ক্ষণে ক্ষণে-- গাহিছে সজল বায়, "আ য় আ য় আয়।'
পূর্ববর্তী:
« চলি গো, চলি গো, যাই গো চলে
« চলি গো, চলি গো, যাই গো চলে
পরবর্তী:
চলে যাবি এই যদি তোর মনে থাকে »
চলে যাবি এই যদি তোর মনে থাকে »
Leave a Reply