আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরানসখা বন্ধু হে আমার॥ আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম-- দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥ বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন্ নদীর পারে, গহন কোন্ বনের ধারে গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার॥
পূর্ববর্তী:
« আজকে মোরে বোলো না কাজ করতে
« আজকে মোরে বোলো না কাজ করতে
পরবর্তী:
আজি যে রজনী যায় »
আজি যে রজনী যায় »
Leave a Reply