আজি শ্রাবণঘনগহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার মতো, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে এলে। প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি, নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে॥ কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে-- একেলা কোন্ পথিক তুমি পথিকহীন পথের 'পরে। হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সমুখ দিয়ে স্বপনসম যেয়ো না মোরে হেলায় ঠেলে॥
পূর্ববর্তী:
« আজি শরততপনে প্রভাতস্বপনে
« আজি শরততপনে প্রভাতস্বপনে
পরবর্তী:
আজি হৃদয় আমার যায় যে ভেসে »
আজি হৃদয় আমার যায় যে ভেসে »
Leave a Reply