- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন কবে?
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে?
- কাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়?
- বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্য গ্রন্থের নাম কি?
- বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাসের নাম কি?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি?
- বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস কোনটি?
- বঙ্কিমচন্দ্রের প্রথম সামাজিক উপন্যাসের নাম কি?
- বাংলা উপন্যাসের রাজ্যে ‘বাংলার ওয়াল্টার স্কট’ কাকে বলে?
- ‘কমলাকান্তের দপ্তর’ কোন শ্রেনীর রচনা?
- ইংরেজী ভাষায় লিখিত বঙ্কিমচন্দ্রের ‘Rajmohan’s Wife’ কোন জাতীয় রচনা?
- কত সালে বঙ্কিমচন্দ্র সি,আই, ই উপাধিতে সম্মানিত হন?
————————-
- উঃ জন্মঃ ২৭ জুন, ১৮৩৮ সাল, মৃত্যুঃ ৮ এপ্রিল, ১৮৯৪ সন।
- উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- উঃ ললিতা, ১৮৫৬ সালে।
- উঃ দুর্গেশ নন্দিনী, ১৮৫৬ সালে।
- উঃ বঙ্গদর্শন, ১৮৭২ সালে।
- উঃ কপালকুন্ডলা, ১৮৬৬ সালে।
- উঃ বিষবৃক্ষ, ১৮৭৩ সালে।
- উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়কে।
- উঃ সরস ব্যাঙ্গাত্মক প্রবন্ধ গ্রন্থ, ১৮৭৫ সালে।
- উঃ উপন্যাস, ১৮৬২ সালে।
- উঃ ১৮৯১ সালে।
ভবতোষ সি, বন্দ্যোপাধ্যায়
বাংলা ভাষার উন্নয়ন ও রক্ষায় আপনারা আরো অনেক দূর এগিয়ে যাবেন ! শুভ কামনা সবার জন্য !