গগনে গগনে আপনার মনে কী খেলা তব। তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব॥ জটার গভীরে লুকালে রবিরে, ছায়াপটে আঁকো এ কোন্ ছবি রে। মেঘমল্লারে কী বল আমারে কেমন কব॥ বৈশাখী ঝড়ে সে দিনের সেই অট্টহাসি গুরুগুরু সুরে কোন্ দূরে দূরে যায় সে ভাসি। সে সোনার আলো শ্যামলে মিশালো-- শ্বেত উত্তরী আজ কেন কালো। লুকালে ছায়ায় মেঘের মায়ায় কী বৈভব॥
পূর্ববর্তী:
« খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে।
« খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে।
পরবর্তী:
গগনে গগনে ধায় হাঁকি »
গগনে গগনে ধায় হাঁকি »
Leave a Reply