তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। হৃদয় আমার, শ্যামল-বঁধুর করুণ স্পর্শ নে॥ অঝোর-ঝরন শ্রাবণজলে তিমিরমেদুর বনাঞ্চলে ফুটুক সোনার কদম্বফুল নিবিড় হর্ষণে॥ ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা, পরান-ভরানো ঘনছায়াজাল বাহির-আকাশ করুক আড়াল-- নয়ন ভুলুক, বিজুলি ঝলুক পরম দর্শনে॥
পূর্ববর্তী:
« তপস্বিনী হে ধরণী ওই-যে তাপের বেলা আসে
« তপস্বিনী হে ধরণী ওই-যে তাপের বেলা আসে
পরবর্তী:
তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে »
তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে »
Leave a Reply