শ্যামল শোভন শ্রাবণ, তুমি নাই বা গেলে সজল বিলোল আঁচল মেলে॥ পুব হাওয়া কয়, "ওর যে সময় গেল চলে।' শরৎ বলে, "ভয় কী সময় গেল ব'লে, বিনা কাজে আকাশ-মাঝে কাটবে বেলা অসময়ের খেলা খেলে।' কালো মেঘের আর কি আছে দিন। ও যে হল সাথিহীন। পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো।' শরৎ বলে, "মিলবে যুগল কালোয় আলো, সাজবে বাদল সোনার সাজে আকাশ মাঝে কালিমা ওর ঘুচিয়ে ফেলে।'
পূর্ববর্তী:
« শ্যামল ছায়া নাইবা গেলে
« শ্যামল ছায়া নাইবা গেলে
Leave a Reply