অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে। আজি শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা ॥ চলিছে ছুটিয়া অশান্ত বায়, ক্রন্দন কার তার গানে ধ্বনিছে-- করে কে সে বিরহী বিফল সাধনা ॥
পূর্ববর্তী:
« অশ্রুনদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে
« অশ্রুনদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে
পরবর্তী:
অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ »
অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ »
Leave a Reply