ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥ গন্ধ তারি রহি রহি বাদল-বাতাস আনে বহি, আমার মনের কোণে কোণে বেড়ায় সঞ্চরি॥ বেড়া দিলে কবে তুমি তোমার ফুলবাগানে-- আড়াল ক'রে রেখেছিলে আমার বনের পানে। কখন গোপন অন্ধকারে বর্ষারাতের অশ্রুধারে তোমার আড়াল মধুর হয়ে ডাকে মর্মরি॥
পূর্ববর্তী:
« ভোর হল বিভাবরী, পথ হল অবসান
« ভোর হল বিভাবরী, পথ হল অবসান
পরবর্তী:
ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে »
ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে »
Leave a Reply