আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে সারা প্রহর আমার বুকের মাঝে॥ দিঘির কালো জলের 'পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে সারা প্রহর আমার বুকের মাঝে॥ আঁধার বাতায়নে একলা আমার কানাকানি ওই আকাশের সনে। ম্লানস্মৃতির বাণী যত পল্লবমর্মরের মতো সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে সারা প্রহর আমার বুকের মাঝে॥
পূর্ববর্তী:
« আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে
« আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে
পরবর্তী:
আজ আসবে শ্যাম গোকুলে ফিরে »
আজ আসবে শ্যাম গোকুলে ফিরে »
Leave a Reply