ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালে-- স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে॥ আপনারই মনে জানি না একেলা হৃদয়-আঙিনায় করিছ কী খেলা-- তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি তুমি আপনায় হারালে॥ একি মনে রাখা একি ভুলে যাওয়া। একি স্রোতে ভাসা, একি কূলে যাওয়া। কভুবা নয়নে কভুবা পরানে কর লুকোচুরি কেন যে কে জানে। কভুবা ছায়ায় কভুবা আলোয় কোন্ দোলায় যে নাড়ালে॥
পূর্ববর্তী:
« এসো হে গৃহদেবতা
« এসো হে গৃহদেবতা
পরবর্তী:
ও দেখা দিয়ে যে চলে গেল »
ও দেখা দিয়ে যে চলে গেল »
Leave a Reply