হেরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে॥ অধর করুণা-মাখা, মিনতিবেদনা-আঁকা নীরবে চাহিয়া থাকা বিদায়খনে॥ ঝরঝর ঝরে জল, বিজুলি হানে, পবন মাতিছে বনে পাগল গানে। আমার পরানপুটে কোন্খানে ব্যথা ফুটে, কার কথা জেগে উঠে হৃদয়কোণে॥
পূর্ববর্তী:
« হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি
« হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি
পরবর্তী:
হেলাফেলা সারা বেলা »
হেলাফেলা সারা বেলা »
Leave a Reply