শ্রাবণের বারিধারা ঝরিছে বিরামহারা। বিজন শূন্য-পানে চেয়ে থাকি একাকী। দূর দিবসের তটে মনের আঁধার পটে অতীতের অলিখিত লিপিখানি লেখা কি। বিদ্যুৎ মেঘে মেঘেগোপন বহ্নিবেগে বহি আনে বিস্মৃত বেদনার রেখা কি। যে ফিরে মালতীবনে, সুরভিত সমীরণে অন্তসাগরতীরে পাব তার দেখা কি॥
পূর্ববর্তী:
« শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
« শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
পরবর্তী:
সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে »
সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে »
Leave a Reply