- মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহন ও মৃত্যুবরন করেন?
- বাংলা আধুনিক কাব্যের উদ্গতা কে?
- মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কত সালে প্রকাশিত হয়?
- মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি?
- ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ এবং ‘একেই কি বলে সভ্যতা’ মধুসূদনের কোন শ্রেনীর রচনা?
- মাইকেল মধুসূদন দত্ত রচিত কোন নাটকটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি হিসেবে পরিচিত?
- বাংলাভাষার সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি?
- মধুসূদন দত্ত সর্বপ্রথম কোন নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন?
- মধূসূদন দত্ত কত সালে নিজ ধর্ম পরিবর্তন করে খ্রিষ্টান ধর্ম গ্রহন করেন এবং নামের পুর্বে মাইকেল যুক্ত করেন?
—————————
- উঃ জন্মঃ ২৫ জুন, ১৮২৪ সাল, মৃত্যুঃ ২৯ জুন, ১৮৭৩ সাল।
- উঃ মাইকেল মধুসূদন দত্ত।
- উঃ ক্যাপটিভ লেডি, ১৮৪৯ সালে।
- উঃ শর্মিষ্ঠা।
- উঃ প্রহসন।
- উঃ কৃষ্ণকুমারী।
- উঃ মেঘনাদবধ কাব্য, অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- উঃ পদ্মাবতী।
- উঃ ১৮৪৩ সালে।
Leave a Reply