ভয় নেই রে তোদের নেই রে ভয়, যা চলে সব অভয়-মনে--আকাশে ওই উঠেছে শুকতারা। দখিন হাওয়ায় পাল তুলে দে, পাল তুলে দে-- সেই হাওয়াতে উড়ছে আমার মন। ওই শুকতারাতে রেখে দিলেন দৃষ্টি আমার-- ভয় কিছু নেই, ভয় কিছু নেই॥
পূর্ববর্তী:
« ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে
« ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে
পরবর্তী:
ভয় হতে তব অভয়মাঝে »
ভয় হতে তব অভয়মাঝে »
Leave a Reply