হৃদয় আমার ওই বুঝি তোর ফাল্গুনী ঢেউ আসে-- বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে॥ তোমার মোহন এল সোহন বেশে, কুয়াশাভার গেল ভেসে-- এল তোমার সাধনধন উদার আশ্বাসে॥ অরণ্যে তোর সুর ছিল না, বাতাস হিমে ভরা-- জীর্ণ পাতায় কীর্ণ কানন, পুষ্পবিহীন ধরা। এবার জাগ্ রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে-- বুঝি এল তোমার পথে সাথি উতল উচ্ছ্বাসে॥
পূর্ববর্তী:
« হৃদিমন্দিরদ্বারে বাজে সমুঙ্গল শঙ্খ
« হৃদিমন্দিরদ্বারে বাজে সমুঙ্গল শঙ্খ
পরবর্তী:
হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে »
হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে »
Leave a Reply