বৃথা গেয়েছি বহু গান কোথা সঁপেছি মন প্রাম! তুমি তো ঘুমে নিমগন, আমি জাগিয়া অনুখন। আলসে তুমি অচেতন, আমারে দহে অপমান।-- বৃথা গেয়েছি বহু গান। যাত্রী সবে তরী খুলে গেল সুদূর উপকূলে, মহাসাগরতটমূলে ধূ ধূ করিছে এ শ্মশান।-- কাহার পানে চাহ কবি, একাকী বসি ম্লানছবি। অস্তাচলে গেল রবি, হইল দিবা অবসান।-- বৃথা গেয়েছি বহু গান॥
পূর্ববর্তী:
« বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়
« বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়
পরবর্তী:
বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে »
বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে »
Leave a Reply