দাঁড়াও, মাথা খাও, যেও না সখা।
শুধু সখা, ফিরে চাও, অধিক কিছু নয়–
কতদিন পরে আজি পেয়েছি দেখা॥
আর তো চাহি নে কিছু, কিছু না, কিছু না–
শুধু ওই মুখখানি জন্মশোধ দেখিব।
তাও কি হবে না গো, সখা গো!
শুধু একবার ফিরে চাও॥
পূর্ববর্তী:
« দাঁড়াও আমার আঁখির আগে
« দাঁড়াও আমার আঁখির আগে
পরবর্তী:
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে »
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে »
Leave a Reply