অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার সে কেন গো কাঁদিছে! অশ্রুজল মুছিবার নাহি রে অঞ্চল যার সেও কেন কাঁদিছে! কেহ যার দুঃখগান শুনিতে পাতে না কান, বিমুখ সে হয় যারে শুনাইতে চায়, সে আর কিসের আশে রয়েছে সংসারপাশে-- জ্বলন্ত পরান বহে কিসের আশায়॥
পূর্ববর্তী:
« অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে
« অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে
পরবর্তী:
অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান »
অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান »
Leave a Reply