সহে না যাতনা দিবস গণিয়া গণিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে-- সখা হে, এলে না। সহে না যাতনা॥ দিন যায়, রাত যায়, সব যায়-- আমি বসে হায়! দেহে বল নাই, চোখে ঘুম নাই-- শুকায়ে গিয়াছে আঁখিজল। একে একে সব আশা ঝ'রে ঝ'রে প'ড়ে যায়-- সহে না যাতনা॥
পূর্ববর্তী:
« সহসা ডালপালা তোর উতলা-যে
« সহসা ডালপালা তোর উতলা-যে
পরবর্তী:
সাজাব তোমারে হে ফুল দিয়ে দিয়ে »
সাজাব তোমারে হে ফুল দিয়ে দিয়ে »
Leave a Reply