বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না–
তার কাছে আর যেয়ো না, যেয়ো না।
সুখে সে রয়েছে, সুখে সে থাকুক–
মোর কথা তারে বোলো না, বোলো না॥
আমায় যখন ভালো সে না বাসে
পায়ে ধরিলেও বাসিবে না সে।
কাজ কী, কাজ কী, কাজ কী সজনী–
মোর তরে তারে দিয়ো না বেদনা॥
পূর্ববর্তী:
« বলি ও আমার গোলাপ-বালা
« বলি ও আমার গোলাপ-বালা
পরবর্তী:
বলেছিল ‘ধরা দেব না’, শুনেছিল সেই বড়াই »
বলেছিল ‘ধরা দেব না’, শুনেছিল সেই বড়াই »
Leave a Reply