সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায়।
জরজর হৃদয় আমার মর্মবেদনায়,
দিবানিশি অশ্রু ঝরিছে সেথায়॥
তোমার মুখে সুখের হাসি আমি ভালোবাসি–
অভাগিনীর কাছে পাছে সে হাসি লুকায়॥
পূর্ববর্তী:
« সখা আপন মন নিয়ে কাঁদিয়ে মরি
« সখা আপন মন নিয়ে কাঁদিয়ে মরি
পরবর্তী:
সখা, সাধিতে সাধাতে কত সুখ »
সখা, সাধিতে সাধাতে কত সুখ »
Leave a Reply