হৃদয়ের মণি আদরিণী মোর, আয় লো কাছে আয়। মিশাবি জোছনাহাসি রাশি রাশি মৃদু মধু জোছনায়। মলয় কপোল চুমে ঢলিয়া পড়িছে ঘুমে, কপোলে নয়নে জোছনা মরিয়া যায়। যমুনালহরীগুলি চরণে কাঁদিতে চায়॥
পূর্ববর্তী:
« হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
« হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায়
পরবর্তী:
হে আকাশবিহারী-নীরদবাহন জল »
হে আকাশবিহারী-নীরদবাহন জল »
Leave a Reply