বলি, ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার গোলাপ-বালা -- তোলো মুখানি, তোলো মুখানি--কুসুমকুঞ্জ করো আলা বলি, কিসের শরম এত! সখী, কিসের শরম এত! সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত। বালা, ঘুমায়ে পড়েছে ধরা। সখী, ঘুমায় চন্দ্রতারা। প্রিয়ে, ঘুমায় দিক্বালারা সবে -- ঘুমায় জগৎ যত। বলিতে মনের কথা, সখী, এমন সময় কোথা। প্রিয়ে, তোলো মুখানি, আছে গো আমার প্রাণের কথা কত। আমি এমন সুধীর স্বরে, সখী, কহিব তোমার কানে -- প্রিয়ে, স্বপনের মতো সে কথা আসিয়ে পশিবে তোমার প্রাণে। তবে মুখানি তুলিয়ে চাও, সুধীরে মুখানি তুলিয়ে চাও। সখী, একটি চুম্বন দাও-- গোপনে একটি চুম্বন দাও॥
পূর্ববর্তী:
« বল দাও মোরে বল দাও
« বল দাও মোরে বল দাও
পরবর্তী:
বলি গো সজনী যেয়ো না যেয়ো না »
বলি গো সজনী যেয়ো না যেয়ো না »
Leave a Reply