- কাজী নজরুল ইসলাম জন্ম ও মৃত্যু তারিখ কত?
- বাল্যকালে তিনি কি নামে পরিচিতি ছিলেন?
- কাজী নজরুল ইসলাম কি নামে খ্যাত?
- কবি নজরুলের প্রথম রচনা কোনটি?
- কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
- আবুল মনসুর আহমেদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভুমিকা রচনা করেছেন?
- কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন?
- কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বেশী মুগ্ধ হয়েছিল?
- নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়?
- ‘ধুমকেতু’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?
- কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা কত সালে প্রকাশিত হয়?
- কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
- কাজী নজরুল ইসলাম অনুবাদ গ্রন্থের নাম কি?
- এ পর্যন্ত কাজী নজরুল ইসলাম প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত?
- বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
- কাজী নজরুল ইসলাম কবে ৪৯ নং বাঙালী পল্টনে যোগ দেন?
- আদালতে প্রদত্ত কবি নজরুলের নাম কি?
- ‘বিষের বাশি’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন?
- কোন পত্রোপন্যাসের অনুসরণে বিদ্রোহী কবিতা রচনা করেন?
- ‘চন্দ্রবিন্দ’ু কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা?
- ‘ভাঙ্গার গান’ কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা?
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি?
- কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম লিখুন?
- কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
- কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম ৬ মাসের জন্য কারাবরণ করেন?
- বহরামপুর জেলে বসে বাংলা ১৩৩০ সালে কবি নজরুল কোন কবিতাটি লেখেন?
- ‘সাম্যবাদী’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? কত সালে কোথায় প্রথম প্রকাশিত হয়?
- কত সালে কবি নজরুল কে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
- কত সালে কাজী নজরুল ইসলাম আশালতা সেন গুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়?
- ১৯২২ সালে ধূমকেতুর শারদীয় সংখ্যায় কি কি প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে এক বৎসর কারাবরণ করতে হয়?
- কখন কবি নজরুলকে জাতীয় কবির মর্যাদা এবং একুশে পদক প্রদান করা হয়?
- কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুলকে ডক্টরেট উপাধি প্রদান করেন?
- কত সালে কাজী নজরুল ইসলাম কলিকাতা থেকে স্থায়ী ভাবে ঢাকায় আসেন?
- কাজী নজরুল ইসলাম কত সালে দুরারোগ্য শিরঃপীড়ায় আক্রান্ত হন?
————————-
- উঃ জন্ম ২৫ মে, ১৮৯৯ সাল, (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ), মৃত্যু ২৯ আগষ্ট, ১৯৭৬ সাল (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ)।
- উঃ দুখু মিয়া।
- উঃ বিদ্রোহী কবি।
- উঃ বাউন্ডেলের আত্মকাহিনী।
- উঃ মুক্তি (১৩২৬ বাং)।
- উঃ আয়না।
- উঃ সঞ্চিতা।
- উঃ বিদ্রোহী।
- উঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
- উঃ প্রবন্ধ গ্রন্থ। প্রকাশকাল-১৯৬০ সালে।
- উঃ ১৩৩৮ (১৯২১), কার্তিক সংখ্যা, মোসলেম ভারত পত্রিকায়।
- উঃ অগ্নিবীনা, প্রকাশকাল-১৯২২ সালে।
- উঃ রুবাইয়াৎ-ই-হাফিজ এবং রুবাইয়াৎ-ই-খৈয়াম।
- উঃ ৫১টি।
- উঃ কাজী নজরুল ইসলাম।
- উঃ ১৯১৭ সালে।
- উঃ রাজবন্দীর জবানবন্দি।
- উঃ মিসেস এম রহমান
- উঃ সাহসিকা।
- উঃ গল্প।
- উঃ কাব্যগ্রন্থ।
- উঃ ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫ সাল), দৈনিক নবযুগ (১৯৪১)।
- উঃ মৃত্যুক্ষুধা(১৯৩০), বাধঁনহারা (১৯২৭), ব্যাথার দান (১৯২৭)।
- উঃ শিউলী মালা।
- উঃ প্রলয় শিখা (১৯৩০ সালে)।
- উঃ ইন্দু প্রয়ান।
- উঃ কবিতা, ১৩৩২ বঙ্গাব্দে ১লা পৌষ ‘লাঙ্গল’ পত্রিকায়।
- উঃ ১৯৭৪ সালে।
- উঃ ১৯২৪ সালে।
- উঃ ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা এবং ‘বিদ্রোহীর কৈফিয়ৎ’।
- উঃ ১৯৭৪ সালে ঢাকা আনার পরে।
- উঃ ১৯৭৪ সালে।
- উঃ ১৯৭৪ সালের ২৩ শে মে।
- উঃ ১৯৪২ সালের আগষ্ট মাসে।
Md. Aktarul Pramanik
Its really good for all
M.R.Rumee
E x c e l l e n t.
Mojammel Hossain
It is very good and excellent.
SHAHED
EVERYBODY HAVE TO KNOW ABOUT NAZRUL
ঢ়পটোয়ারী
নজরুলের উপর এই কমর্টি খুবই ভারো লাগলো।
Rifazuddin
কাজি নজরুল ইসলাম আমাদের জাতীয় কব.িকন্তিু তঁার জন্ম-মৃত্যু দিবস ছাড়া আমরা তঁাকে তেমন স্মরণ কর িনা। কন্তিু তঁাকে এভাবে ভুলে যাোয়া মানে তঁার প্র িত অবহলোরই বহঃিপ্রকাশ। এটা মোটেও ঠিক কাম্য নয়।