ছিল যে পরানের অন্ধকারে এল সে ভুবনের আলোক-পারে॥ স্বপনবাধা টুটি বাহিরে এল ছুটি, অবাক্ আঁখি দুটি হেরিল তারে॥ মালাটি গেঁথেছিনু অশ্রুধারে, তারে যে বেঁধেছিনু সে মায়াহারে। নীরব বেদনায় পূজিনু যারে হায় নিখিল তারি গায় বন্দনা রে॥
পূর্ববর্তী:
« ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি
« ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি
পরবর্তী:
ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে »
ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে »
Leave a Reply