ওগো, তোরা কে যাবি পারে। আমি তরী নিয়ে বসে আছি নদীকিনারে॥ ও পারেতে উপবনে কত খেলা কত জনে, এ পারেতে ধু ধু মরু বারি বিনা রে॥ এই বেলা বেলা আছে, আয় কে যাবি। মিছে কেন কাটে কাল কত কী ভাবি। সূর্য পাটে যাবে নেমে, সুবাতাস যাবে থেমে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা-আঁধারে॥
পূর্ববর্তী:
« ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
« ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
পরবর্তী:
ওগো দয়াময়ী চোর, এত দয়া মনে তোর »
ওগো দয়াময়ী চোর, এত দয়া মনে তোর »
Leave a Reply