আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে। আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন, সে কি অমনি হবে॥ আমাকে যে দুঃখ দিয়ে আনবে আপন বশে, সে কি অমনি হবে। তার আগে তার পাষাণ হিয়া গলবে করুণ রসে, সে কি অমনি হবে। আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন, সে কি অমনি হবে॥
পূর্ববর্তী:
« আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
« আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে
পরবর্তী:
আমাকে যে বাঁধবে ধরে »
আমাকে যে বাঁধবে ধরে »
Leave a Reply