সে কোন্ বনের হরিণ ছিল আমার মনে। কে তারে বাঁধল অকারণে॥ গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ, আকাশকে সে চমকে দিত বনে মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে তমাল ছায়ে-ছায়ে। ফাল্গুনে সে পিয়ালতলায় কে জানিত কোথায় পলায় দখিন-হাওয়ার চঞ্চলতার সনে॥
পূর্ববর্তী:
« সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া
« সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া
পরবর্তী:
সে কোন্ পাগল যায় »
সে কোন্ পাগল যায় »
Leave a Reply