না গো, এই যে ধুলা আমার না এ। তোমার ধুলার ধরার 'পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে॥ দিয়ে মাটি আগুন জ্বালি রচলে দেহ পূজার থালি-- শেষ আরতি সারা ক'রে ভেঙে যাব তোমার পায়ে॥ ফুল যা ছিল পূজার তরে যেতে পথে ডালি হতে অনেক যে তার গেছে পড়ে। কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে-- কত যে তার নিবল হাওয়ায়, পৌঁছল না চরণছায়ে॥
পূর্ববর্তী:
« না যেয়ো না যেয়ো নাকো
« না যেয়ো না যেয়ো নাকো
পরবর্তী:
না চাহিলে যারে পাওয়া যায় »
না চাহিলে যারে পাওয়া যায় »
Leave a Reply