আমারে ডাক দিল কে ভিতর পানে-- ওরা যে ডাকতে জানে॥ আশ্বিনে ওই শিউলিশাখে মৌমাছিরে যেমন ডাকে প্রভাতে সৌরভের গানে॥ ঘরছাড়া আজ ঘর পেল যে, আপন মনে রইল ম'জে। হাওয়ায় হাওয়ায় কেমন ক'রে খবর যে তার পৌঁছল রে ঘর-ছাড়া ওই মেঘের কানে॥
পূর্ববর্তী:
« আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে
« আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে
Leave a Reply