আমার ঘুর লেগেছে-- তাধিন্ তাধিন্। তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্। তোমার তালে আমার চরণ চলে, শুনতে না পাই কে কী বলে-- তাধিন্ তাধিন্। তোমার গানে আমার প্রাণে যে কোন্ পাগল ছিল সেই জেগেছে-- তাধিন্ তাধিন্। আমার লাজের বাঁধন সাজের বাঁধন খ'সে গেল ভজন সাধন-- তাধিন্ তাধিন্। বিষম নাচের বেগে দোলা লেগে ভাবনা যত সব ভেগেছে-- তাধিন্ তাধিন্॥
পূর্ববর্তী:
« আমার খেলা যখন ছিল তোমার সনে
« আমার খেলা যখন ছিল তোমার সনে
পরবর্তী:
আমার নাইবা হল পারে যাওয়া »
আমার নাইবা হল পারে যাওয়া »
Leave a Reply