নাই ভয়, নাই ভয়, নাই রে। থাক্ পড়ে থাক্ ভয় বাইরে॥ জাগো, মৃত্যুঞ্জয়, চিত্তে থৈ থৈ নর্তননৃত্যে। ওরে মন, বন্ধনছিন্ন দাও তালি তাই তাই তাই রে॥
পূর্ববর্তী:
« নাই বা ডাকো রইব তোমার দ্বারে
« নাই বা ডাকো রইব তোমার দ্বারে
পরবর্তী:
নাই যদি বা এলে তুমি »
নাই যদি বা এলে তুমি »
Leave a Reply