গেল গো-- ফিরিল না, চাহিল না, পাষাণ সে। কথাটিও কহিল না, চলে গেল গো ॥ না যদি থাকিতে চায় যাক যেথা সাধ যায়, একেলা আপন-মনে দিন কি কাটিবে না। তাই হোক, হোক তবে-- আর তারে সাধিব না ॥
পূর্ববর্তী:
« গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে
« গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে
পরবর্তী:
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা »
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা »
Leave a Reply