হল না লো, হল না, সই, হায়–
মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।
বলি বলি বলি তারে কত মনে করিনু–
হল না লো, হল না সই॥
না কিছু কহিল, চাহিয়া রহিল,
গেল সে চলিয়া, আর সে ফিরিল না।
ফিরাব ফিরাব ব’লে কত মনে করিনু–
হল না লো, হল না সই॥
পূর্ববর্তী:
« হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে
« হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে
পরবর্তী:
হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা »
হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা »
Leave a Reply