হাসিরে কি লুকাবি লাজে,
চপলা সে বাঁধা পড়ে না যে॥
রুধিয়া অধর-দ্বারে ঝাঁপিতে রাখিলি যারে
কখন সে ছুটে এল নয়নমাঝে॥
পূর্ববর্তী:
« হাসি কেন নাই ও নয়নে
« হাসি কেন নাই ও নয়নে
পরবর্তী:
হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা »
হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা »
Leave a Reply