নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে।
গোপনে কে এমন করে ফাঁদ ফেঁদেছে।
বসন্তরজনীশেষে বিদায় নিতে গেলেম হেসে–
যাবার বেলায় বঁধু আমায় কাঁদিয়ে কেঁদেছে॥
পূর্ববর্তী:
« নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে
« নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে
পরবর্তী:
নয়ান ভাসিল জলে »
নয়ান ভাসিল জলে »
Leave a Reply