সখী, বলো দেখি লো, নিরদয় লাজ তোর টুটিবে কি লো। চেয়ে আছি, ললনা-- মুখানি তুলিবি কি লো, ঘোমটা খুলিবি কি লো, আধফোটা অধরে হাসি ফুটিবে কি লো ॥ শরমের মেঘে ঢাকা বিধুমুখানি-- মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো। তৃষিত আঁখির আশা পূরাবি কি লো-- তবে ঘোমটা খোলো, মুখটি তোলো, আঁঘি মেলো লো ॥
পূর্ববর্তী:
« সখী তোরা দেখে যা এবার এল সময়
« সখী তোরা দেখে যা এবার এল সময়
পরবর্তী:
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে »
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে »
Leave a Reply