বুঝি বেলা বহে যায়, কাননে আয় তোরা আয়। আলোতে ফুল উঠল ফুটে, ছায়ায় ঝরে পড়ে যায়॥ সাধ ছিল রে পরিয়ে দেব মনের মতন মালা গেঁথে-- কই সে হল মালা গাঁথা, কই সে এল হায়। যমুনার ঢেউ যাচ্ছে বয়ে, বেলা চলে যায়॥
পূর্ববর্তী:
« বুক বেঁধে তুই দাঁড়া দেখি
« বুক বেঁধে তুই দাঁড়া দেখি
পরবর্তী:
বুঝি এল বুঝি এল ওরে প্রাণ »
বুঝি এল বুঝি এল ওরে প্রাণ »
Leave a Reply